• NEWS PORTAL

  • শনিবার, ১৬ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মেসি-রোনালদোকে পেছনে ফেললেন এশিয়ান তারকা সন

প্রকাশিত: ১৯:২৯, ১৫ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
মেসি-রোনালদোকে পেছনে ফেললেন এশিয়ান তারকা সন

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পর মাত্র কয়েক দিনেই দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন বিশ্ব ফুটবলের দুই সুপারস্টার, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাপিয়ে গেছেন। 

লস এঞ্জেলেস এফসি ক্লাবে যোগ দেয়ার পর সনের নম্বর ৭ জার্সি এখন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া খেলোয়াড়ের জার্সি হিসেবে স্বীকৃতি পেয়েছে।

লস এঞ্জেলেস এফসির কো-প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার জন থরিংটন এক পডকাস্টে অংশ নিয়ে বলেন,‘এটি শুধু এমএলএসের সর্বোচ্চ বিক্রি হওয়া জার্সি নয় বরং এটি বর্তমানে বিশ্বের সব ক্রীড়াবিদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সি।’

তিনি আরও জানান, সন হিউং-মিনের জার্সি বিক্রি লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, লেব্রন জেমস এবং স্টিফেন ক্যারির চেয়ে অনেক এগিয়ে রয়েছে।

গত ৭ আগস্ট এমএলএসে যোগ দেওয়ার পর সন হিউং-মিন টটেনহাম হটস্পার থেকে ১৯.৫ মিলিয়ন পাউন্ডে লস এঞ্জেলেস এফসিতে যোগ দেন, যা এমএলএস ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি। তার আগমনকে ভক্তরা উন্মাদনা এবং উৎসাহের সঙ্গে স্বাগত জানিয়েছেন।

লস এঞ্জেলেস এফসিতে যোগ দেয়ার পর সনের জার্সি বিক্রি এবং টিকিটের চাহিদা নাটকীয়ভাবে বেড়ে গেছে। লস এঞ্জেলেস এফসির অফিসিয়াল স্টোরে  তার ৭ নম্বর জার্সির দাম রাখা হয়েছে ১৯৫ ডলার এবং দ্রুত বিক্রি হওয়ায় ডেলিভারিতে কিছুটা বিলম্বও হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: