স্বপ্ন পূরণের উচ্ছ্বাসে রিয়াল মাদ্রিদে আর্জেন্টিনার মাস্তানতুয়োনো

ছবি: সংগৃহীত
রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে স্বপ্ন পূরণের উচ্ছ্বাসে ভাসছেন আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ১৮ বছরের এই প্রতিভাবান ফুটবলার এখন মাঠের পারফরম্যান্স দিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের ছাপ রাখার পাশাপাশি সমর্থকদের গর্বিত করতে চান।
আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে ৬ বছরের চুক্তিতে মাস্তানতুয়োনোকে দলে টানার কথা গত জুনেই জানিয়েছিলো রিয়াল। বয়স ১৮ বছর পূর্ণ করার দিন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ইউরোপের সফলতম ক্লাবটিতে যোগ দেন আর্জেন্টিনার তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার। বার্নাব্যুতে রিয়ালও এদিন তার পরিচয় পর্ব সেরে নেয়। বয়স অল্প হলেও ম্যাচ পড়তে পারার সামর্থ্য মাস্তানতুয়োনোর দারুণ। বল পায়ে রাখতেও সমান পারদর্শী। এ কারণে উইংয়ের পাশাপাশি মাঝমাঠেও খেলতে পারেন সাচ্ছ্বন্দ্যে। গত জুনে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষিক্ত হওয়া এই ফুটবলার রিয়ালেও ৩০ নম্বর জার্সি পরে খেলবেন।
পরিচয় পর্বে নিজের স্বপ্ন পূরণের কথা জানান মাস্তানতুয়োনো, ‘আমি খুব খুশি। সবসময়ই আমার স্বপ্ন ছিলো রিয়াল মাদ্রিদের হয়ে খেলা। আমি একটি স্বপ্ন পূরণ করেছি। কখনও কল্পনাও করিনি, এভাবে জন্মদিন উদযাপন করবো। দলকে সাহায্য করার জন্য, সমর্থকদের খুশি করার জন্য, নিজেকে উজাড় করে দেবো। এখানে আমার ছাপ রাখতে এসেছি। আমি চাই, মাঠে আমার কাজের জন্য সমর্থকরা গর্বিত হোক।’
বিভি/এসজি
মন্তব্য করুন: