বাংলাওয়াশের ম্যাচে টস হারলো বাংলাদেশ, একাদশে একাধিক পরিবর্তন

শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের পর এশিয়া কাপের জন্য একটু শক্ত প্রস্তুতিই নিতে চাচ্ছিলো বাংলাদেশ। ভারতকে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি, কিন্তু তারা রাজি না হওয়ায় খেলছে নেদারল্যান্ডসের সাথে। টানা দুটি জয়ের পর তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে টাইগাররা।
বুধবার (৩ সেপ্টেম্বর) হোয়াইটওয়াশ করার মিশনের তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরেছেন টাইগার ক্যাপ্টেন লিটন দাস। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ডাচ ক্যাপ্টেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ছ'টায় শুরু হবে ম্যাচটি।
আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে বেশ কিছু পরিবর্তন এনেছে ম্যানেজম্যান্ট। দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন নেই একাদশে। শেখ মাহেদি হাসান ও মুস্তাফিজকেও দেওয়া হয়েছে বিশ্রাম।
একাদশে যুক্ত হয়েছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন ও রিশাদ হোসেন।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি হচ্ছে মূলত এশিয়া কাপের প্রস্তুতির লক্ষ্যে। ডাচদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বোলাররা তাদের পারফরম্যান্স সফলভাবে তুলে ধরেছেন। কিন্তু দু'টি ম্যাচেই ডাচরা বেশি রানের টার্গেট দিতে না পারায়, বাংলাদেশের ব্যাটারদের সামর্থ্য ভালোভাবে প্রমাণ হয়নি।
বিশেষ করে জুলিয়ান উডের অধীনে 'পাওয়ার হিটিংয়ে' কতটা উন্নতি হয়েছে, সেই চিত্র তুলে ধরতে পারেনি টাইগার ব্যাটসম্যানরা। দুই ম্যাচে অবশ্য লিটন দাস ও তানজিদ হাসান তামিম, দুজনই সুযোগ কাজে লাগিয়ে অপরাজিত ফিফটি তুলে নিয়েছেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তৌহিদ হৃদয়, নুরুল হাসান, জাকের আলী, শামীম হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্সওয়েল ও'ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শরিজ আহমেদ, নোয়া ক্রোস, টিম প্রিঙ্গল, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন, ড্যানিয়েল ডোরাম।
বিভি/এজেড
মন্তব্য করুন: