• NEWS PORTAL

  • শনিবার, ১১ অক্টোবর ২০২৫

টেনিসে নতুন ইতিহাস, ওয়ার্ল্ড ট্যুর জুনিয়রে চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

প্রকাশিত: ২২:১৬, ১০ অক্টোবর ২০২৫

আপডেট: ২২:১৭, ১০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
টেনিসে নতুন ইতিহাস, ওয়ার্ল্ড ট্যুর জুনিয়রে চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

বাংলাদেশের টেনিসের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেছেন তরুণ তারকা জারিফ আবরার। রাজশাহীতে অনুষ্ঠিত আইটিএফ অনূর্ধ-১৮ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন তিনি।

রাজশাহীতে অনুষ্ঠিত ওয়াল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিস টুর্নামেন্টে বালক এককে বাংলাদেশের জারিফ আবরার চ্যাম্পিয়ন হয়েছেন। শুক্রবার রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে জারিফ থাইল্যান্ডের পাত্তানার্লানাপকে পরাজিত করে শিরোপা জয় করেন। 

এদিকে বালিকা এককে চিনের ঝিজিয়ে ইয়াং মালদ্বীপের আরায়া আসাল আজিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বালক এককে বাংলাদেশের জারিফ আবরার চ্যাম্পিয়ন হওয়ায় আমরা আনন্দিত। রাজশাহীতে ১২ দেশের খেলোয়াড়রা অংশ নিয়েছে। আশাকরি তাদের রাজশাহী পছন্দ হয়েছে। খেলা আয়োজনে কিছু ক্রটি থাকতে পারে। ভবিষ্যতে তা সংশোধন করা যাবে। খেলোয়াড়, পৃষ্টপোষক, অভিভাবক, দর্শক সর্বোপরি টুর্ণামেন্ট আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যত আমাদের এ আয়োজন  চলতে থাকবে এবং এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক আরও দৃঢ় হবে।  

গত ৪ অক্টোবর থেকে বাংলাদেশসহ ১২ দেশের ৫৭ জন খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয় জে-৩০ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫। সাতদিনব্যাপী টুর্নামেন্টের বালিকা দ্বৈতে চীনের তিয়ানান ডং ও ঝিকান ইয়াং কে পরাজিত করে একই দেশের হানিয়ু ওয়াং ও ইয়াং ঝিজিয়ে  এবং বালক দ্বৈতে ভারতের শানমুগাসুন্দারাম ও আর্য থিরুমূর্তিকে পরাজিত করে থাইল্যান্ডের লিকুল আরিয়াপল ও নাপাত পাত্তালার্টনাপন চ্যাম্পিয়ন হয়।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী টেনিস কমপ্লেক্স এর আহ্বায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার, বাংলাদেশ টেনিস ফেডারেশননের ভাইস প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান পুটনসহ জেলা ও কর্মকর্তাবৃন্দ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2