ক্রিকেটাঙ্গনে যৌন হয়রানি: জাহানারার অভিযোগে নড়েচড়ে বসছে বিসিবি
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের নীপিড়নের খবরে আলোড়ন ক্রীড়াঙ্গনে। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ বিসিবির কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ জাহানারার। নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার। বিসিবিতে ভরসা নেই, প্রভাবমুক্ত তদন্ত চাইলেন মাশরাফি। মেয়েদের মুখ খোলার অনুরোধ তামিম ইকবালের।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের একসময়ের অন্যতম নির্ভরযোগ্য পেসার ছিলেন জাহানারা আলম। করেছেন দলের অধিনায়কত্বও। ক্রিকেটের গ্লামার গার্ল হিসেবেও পরিচিতি ছিলো তার। পারফরম্যান্স ভাল না থাকায় একসময় বাদ পড়েন জাতীয় দল থেকে। এরপরই অস্ট্রেলিয়ায় প্রবাস জীবন বেছে নেন জাহানারা।
সাম্প্রতিক সময়ে একটি গণমাধ্যমে তার সাক্ষাতকারে প্রকাশ পায় নারী দলের ভেতরের নানা অনিয়মের খবর। অভিযোগের তীর থাকে বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দিকে।
ঘটনার গভীরে আরো ঘটনা বের হয়ে আসতে থাকে। জাহানার এবার সরাসরি শারীরিক হেনস্থার অভিযোগ আনেন বিসিবি নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে। বিসিবির কাছে বারবার অভিযোগ করেও জাহানারা কোনো প্রতিকার পাননি। বরং তার ওপর অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন মঞ্জুরুল।
এই ঘটনার পর জাহানারার পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংস্থার সভাপতি মোহাম্মদ মিঠুনের স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা জাহানারার প্রতি সংহতি প্রকাশ করে বলেছেন, বিষয়টি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।
বিবৃতিতে কোয়াব জানায়, ‘একজন জাতীয় ক্রিকেটার ও সাবেক অধিনায়ক এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যা গোটা ক্রিকেট সমাজকে নাড়িয়ে দিয়েছে। জাহানারা আলমের প্রতিটি অভিযোগই অত্যন্ত গুরুতর এবং এসব অভিযোগ কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়।’
সংস্থাটি আরও দাবি করে, জাতীয় দলের ম্যানেজার, নির্বাচক, কোচ বা ইনচার্জ যার বিরুদ্ধেই অভিযোগ থাকুক না কেন, প্রত্যেকটির সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। কোয়াবের মতে, ‘কোনো প্রকার আড়াল বা বিলম্ব নয়, দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো নারী ক্রিকেটার একই রকম হয়রানির শিকার না হন।’
এছাড়া জেলা পর্যায় থেকে শুরু করে জাতীয় দলে নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানায় কোয়াব। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘জাহানারার প্রতি শুধু সহানুভূতি নয়, আমাদের পূর্ণ সমর্থন তার সঙ্গে আছে। ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা সব ধরনের সহায়তা করব।’
বিভি/এজেড




মন্তব্য করুন: