যৌন হয়রানির অভিযোগ জাহানারার, প্রভাবমুক্ত তদন্ত চান মাশরাফি
রাতারাতিই যেন কলঙ্কের দাগ লাগলো বাংলাদেশের ক্রিকেটে। নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির বিস্ফোরক অভিযোগে তোলপাড় দেশের ক্রিকেট অঙ্গন। জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন তিনি।
গুরুতর অভিযোগের বিষয়ে এবার মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি আশা প্রকাশ করেন, বিসিবির গঠিত তদন্ত কমিটি কোনো প্রকার প্রভাব ছাড়াই স্বাধীনভাবে কাজ করবে।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি।’
তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে মাশরাফি আরও লেখেন, ‘আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়।’
জাহানারার এই অভিযোগের পর বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ক্রীড়া উপদেষ্টাও জাহানারাকে আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন। এমনকি জাহানারার পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
বিভি/এজেড




মন্তব্য করুন: