• NEWS PORTAL

  • বুধবার, ১২ নভেম্বর ২০২৫

দ্বিতীয় দিনের শুরুতেই গুটিয়ে গেলো আয়ারল্যান্ড

প্রকাশিত: ১০:১৫, ১২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দ্বিতীয় দিনের শুরুতেই গুটিয়ে গেলো আয়ারল্যান্ড

সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৮৬ রানে অল আউট হয়েছে সফরকারী আয়ারল্যান্ড ক্রিকেট টিম। বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে মাত্র ১৪ বল খেলতে পেরেছে আয়ারল্যান্ড। 

দিনের দ্বিতীয় ওভারে ম্যাথু হামপ্রেইসকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন তাইজুল ইসলাম। তারপরের ওভারে ব্যারি ম্যাকার্থীকে বোল্ড করেন হাসান মাহমুদ। ৬৪ বলে ৩১ রান করে হাসানের লেংথ ডেলিভারিতে ফিরে যান ম্যাকার্থী। এদিকে চার বল খেলে একটি ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন ক্রেইগ ইয়াং।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ১৫ রান। ক্রিজে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম।

এর আগে গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) খেলার প্রথম দিনে নির্ধারিত ৯০ ওভারে ৮ ইউকেটে ২৭০ রান তোলে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টায় সিলেটে শুরু হওয়া ম্যাচে টপ অর্ডারের ব্যাটার পল স্টারলিং করেছেন ৬০ রান। আরেক ব্যাটসম্যান কেড কারমাইকেল করেছেন ৫৯ রান।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: