• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

কাল ঢাকার মাঠে হামজা-জামালদের ভারত পরীক্ষা

প্রকাশিত: ২২:৪৪, ১৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কাল ঢাকার মাঠে হামজা-জামালদের ভারত পরীক্ষা

এশিয়ান কাপ বাছাই ম্যাচে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত আটটায় শুরু হবে ম্যাচটি। ভারতের বিপক্ষে অধরা জয়ের আক্ষেপ কাটাতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠে পুর্ন তিন পয়েন্ট পাওয়ার আশা অধিনায়ক জামাল ভুঁইয়ার। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ভারতের কোচ। 

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে জয়ের পথে থেকেও ম্যাচের শেষ দিকের গোলে হতাশ হতে হয় বাংলাদেশকে। শুধু নেপাল নয়, এশিয়ান কাপ কাছাইয়ে সিঙ্গাপুর, হংকংয়ের বিপক্ষেও ম্যাচে শেষমুহুর্তে গোল হজম করেছে লাল-সবুজের দল। 

ডিফেন্সের দুর্বলতার সাথে ফিনিশিং ঘাটতিতে ভুগেছে জামাল-তপুরা। এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ সি'তে প্রথম ম্যাচে ভারতের মাটিতে ড্র করা বাংলাদেশ পরের ম্যাচগুলোতে আশা জাগিয়েও শেষ পর্যন্ত নিরাশ হয়। 

চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শেষ হয়ে যায় বাছাই পর্ব টপকানোর আশা। ভারতের বিপক্ষে হোম ম্যাচ জিতলে চার দলের গ্রুপে নিশ্চিত হবে তৃতীয় স্থান। সেই সাথে ফিফা রেংকিংয়েও উন্নতি হবে বাংলাদেশের। ভারতের বিপক্ষে ২২ বছরে কোন জয় নেই। সাউথ এশিয়ান ডার্বি ম্যাচটিতে দেশের ফুটবল প্রেমিদের প্রত্যাশা পুরনের আশা জামালের।      

বিভি/এজেড

মন্তব্য করুন: