নিজের ফাঁদে কুপোকাত ভারত, ১৫ বছর পর জয়ের স্বাদ প্রোটিয়াদের
ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত। লো-স্কোরের ম্যাচে মাত্র ৩ দিনের মাথায় বাভুমাদের কাছে ৩০ রানে হারলো গিলের দল। রবিবার (১৬ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনে প্রথম টেস্টের তৃতীয় দিনে মাত্র ১২৪ রানের লক্ষ্য টপকাতে পারলো না ভারত। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো প্রোটিয়ারা।
এর আগে গত শুক্রবার (১৪ নভেম্বর) শুরু হওয়া প্রথম ইনিংসে ১৫৯ রান করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। পরে ভারতও অলআউট হয় ১৮৯ রানে। দ্বিতীয় ইনিংসেও সফরকারীদের ব্যাটারদের উইকেটে ধস নামে। মাত্র ১৫৩ রানে আবার অলআউট হয় বাভুমারা। এরপর ১২৪ রানের টার্গেটে খেলতে নেমে ৯৩ রানে অলআউট হয় ভারত। আর এতে ৩০ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।
এদিকে, এই জয় ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকা টেস্ট জিততে ১৫ বছর পর। এর আগে ২০১০ সালের ফেব্রুয়ারিতে নাগপুর টেস্টে শেষবার টেস্ট জিতেছিল গ্রায়েম স্মিথের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। এতো দিন পর আবার সেই জয় এনে দিলো টেম্বা বাভুমা।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: