• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

বাংলাদেশে আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞায় যা বললো ভারতীয় বোর্ড

প্রকাশিত: ১৩:০১, ৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশে আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞায় যা বললো ভারতীয় বোর্ড

তারকা পেসার মুস্তাফিজুর রহমানের বাদ দেওয়া ইস্যুতে কড়া সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার ঘোষণা দেওয়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ মৌসুমের সব ম্যাচের সম্প্রচার বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। 

গতকাল সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় আইপিএল খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এদিকে বাংলাদেশের এমন কড়া সিদ্ধান্ত ভারতীয় গণমাধ্যমে বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে। সম্প্রচার বন্ধ করা প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া জানালেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিসিসিআইয়ের এক সাবেক কর্মকর্তা। 

সংবাদ সংস্থা আইএএনএসকে তিনি বলেন, বাংলাদেশের প্রতিক্রিয়াকে স্বাভাবিক বলেই মনে করছেন তারা।

বিসিসিআইয়ের সাবেক ওই কর্মকর্তা বলেন, “প্রত্যেক ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ক্ষমতার মধ্যেই যা করা সম্ভব, সেটাই করেছে। বিষয়টি তাদের ব্যথিত করেছে বলেই প্রতিক্রিয়া এসেছে। তবে এতে ভারত বা আইপিএলে তেমন বড় প্রভাব পড়বে বলে মনে করি না।”

উগ্র হিন্দুত্ববাদীদের আন্দোলনের মুখে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশে ব্যাপক তোলপাড় চলছে। এক জরুরি সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সভা শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ করে বিসিবি। ভারতের ভেন্যুতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো অন্যত্র সরানোর অনুরোধ জানানো হয়। আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে সামনের দিনগুলোতে বিশ্বকাপের সূচি ও ভেন্যু নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2