• NEWS PORTAL

  • শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

চার বছর পর আবারও হ্যাটট্রিক, বিপিএলে মৃত্যুঞ্জয়ের ইতিহাস

প্রকাশিত: ২২:১৬, ৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
চার বছর পর আবারও হ্যাটট্রিক, বিপিএলে মৃত্যুঞ্জয়ের ইতিহাস

২০২২ বিপিএলে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে সাড়া ফেলেছিলেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। চার বছরের মাথায় আবারও হ্যাটট্রিক করে এবার ইতিহাস গড়লেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে দু’বার উইকেটের হ্যাটট্রিক করার কৃতিত্ব।

এখন পর্যন্ত নয়জন ক্রিকেটার হ্যাটট্রিকের খাতায় নাম লেখালেও আর কেউই বিপিএলে হ্যাটট্রিকের দেখা পাননি। শুক্রবার (৯ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ২০তম ওভারে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন রংপুর রাইডার্সের পেসার মৃত্যুঞ্জয়।

এবারের বিপিএলের চতুর্থ ম্যাচে প্রথমবার হ্যাটট্রিক করেছিলেন মেহেদি হাসান রানা। নোয়াখালী এক্সপ্রেসের তরুণ এই পেসার সিলেট টাইটান্সের বিপক্ষে নবম ক্রিকেটার হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করেন। সেই দলে যোগ দিলেন মৃত্যুঞ্জয়ও। 

এর আগে তিনি ২০২২ বিপিএলে অভিষেক ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন। অভিষেকে হ্যাটট্রিকের ইতিহাস গড়ার পর একমাত্র ক্রিকেটার হিসেবে বিপিএলে একই কীর্তি গড়লেন দ্বিতীয়বার।

এখন পর্যন্ত বিপিএলে ৯ বোলার হ্যাটট্রিকের নজির গড়েন, ওই তালিকার ৫ জন বাংলাদেশি এবং ৪ জন বিদেশি ক্রিকেটার। শুরুটা হয় বিপিএলের অভিষেক আসরে (২০১২)। এখন পর্যন্ত একাধিক হ্যাটট্রিকের দেখা মিলল তিন আসরে। 

২০১৯ বিপিএলে সর্বোচ্চ তিনটি হ্যাটট্রিক এবং ২০২৪ ও চলমান ২০২৬ আসরে দুটি হ্যাটট্রিক হয়েছে। অভিষেক আসরেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দুরন্ত রাজশাহীর পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি প্রথম হ্যাটট্রিক করেছিলেন। এরপর ২০১৫ আসরে সিলেট সুপারস্টারসের বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিক করেন বরিশাল বুলসের আল-আমিন হোসেন। 

২০১৯ আসরে তিনটি হ্যাটট্রিকে নাম লেখান– রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের আলিস আল ইসলাম, খুলনা টাইটান্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওয়াহাব রিয়াজ ও চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের আন্দ্রে রাসেল। 

এ ছাড়া ২০২২ বিপিএলে অভিষেক ম্যাচেই মৃত্যুঞ্জয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে হ্যাটট্রিক করেন, প্রতিপক্ষ ছিল সিলেট সানরাইজার্স। ২০২৪ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মঈন আলি একই কীর্তি গড়েন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2