• NEWS PORTAL

  • সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

‘জনপ্রিয়’ হয়ে গেছেন নাজমুল, শোকজের জবাবে জানালেন বিসিবিকে

প্রকাশিত: ১১:৩৫, ১৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘জনপ্রিয়’ হয়ে গেছেন নাজমুল, শোকজের জবাবে জানালেন বিসিবিকে

ছবি: এম নাজমুল ইসলাম (সংগৃহীত)

খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলো বিসিবি। ১৭ জানুয়ারি ছিলো এই চিঠির জবাব দেওয়ার শেষ সময়। সে সময়ের ভেতরে তিনি সে জবাব দেননি।

দিয়েছেন তা পেরিয়ে যাওয়ার পর। গতকাল অবশেষে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন বিসিবির এই পরিচালক। 

রবিবার (১৮ জানুয়ারি) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে ইতিবাচক বলেই ধারণা পেয়েছেন। 

জবাব পর্যালোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার বিসিবিতে এসে নিজেই জমা দেন। 

তবে তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন সেটাও নাকি জানিয়েছেন চিঠিতে। ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্যের পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নাজমুলের পদত্যাগ দাবি করে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত