• NEWS PORTAL

  • সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

আফ্রিকান কাপ অব নেশন্স-২০২৫

‘মহানাটকীয়’ ফাইনালে মরক্কোকে কাঁদিয়ে শিরোপা জিতলো সেনেগাল

প্রকাশিত: ১৩:৫৩, ১৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৫৯, ১৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘মহানাটকীয়’ ফাইনালে মরক্কোকে কাঁদিয়ে শিরোপা জিতলো সেনেগাল

স্বাগতিক মরক্কোকে ১–০ গোলে হারিয়ে ২০২৫ আফ্রিকান কাপ অব নেশন্স শিরোপা জিতেছে সেনেগাল। রবিবার ‘মহানাটকীয়তার’ ফাইনালে ৯৪ মিনিটে সেনেগালকে শিরোপা জেতানো গোল করেন পাপে গিয়ে। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ প্রতিযোগিতায় এটি সেনেগালের দ্বিতীয় শিরোপা।

রবিবার রাতে মরক্কোর রাবায় নব্বই মিনিটের খেলা গোলশূন্য থেকে যোগ করা সময়ে গড়ানোর পর নাটকীয়তার শুরু। ৯৮ মিনিটে মরক্কোর ব্রাহিম দিয়াজ সেনেগাল ডিফেন্ডার এল হাজি মালিক দিউফের ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। এর কিছুক্ষণ আগে সেনেগালের একটি গোল বাতিল হওয়ায় ক্ষুব্ধ ছিলেন কোচ পাপে থিয়াও। এবার নিজেদের বিপক্ষে পেনাল্টি দেখে দলকে মাঠ থেকে বেরিয়ে আসার নির্দেশ দেন সেনেগাল কোচ। বেশির ভাগ উঠেও যায়। 

তবে লিভারপুলের সাবেক স্ট্রাইকার সাদিও মানে মাঠে থেকে যান এবং সতীর্থদের খেলা চালিয়ে যেতে বলেন। এই অচলাবস্থার মধ্যে খেলা বন্ধ থাকে প্রায় ১৭ মিনিট। আবার খেলা শুরু হলো মরক্কোর দিয়াজই পেনাল্টি শট নিতে এগিয়ে যান। টুর্নামেন্টে ৫ গোল করা এই ফরোয়ার্ড ‘পানেনকা’ শট নেন। যেটি সহজেই ধরে ফেলেন সেনেগালের গোলকিপার এদুয়ার্দো মেন্ডি। তখনই ৯০ মিনিটের বাঁশি বাজান রেফারি। 

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। চতুর্থ মিনিটে সেনেগালকে জয়সূচক গোল এনে দেন ভিয়ারিয়ালের মিডফিল্ডার পাপে গেয়ে। ২০২১ সালের পর আরেতবার 'আফকন' চ্যাম্পিয়ন হলো পশ্চিম আফ্রিকার দেশটি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত