টানা ১১ ম্যাচ পর হারের তিক্ত স্বাদ পেল বার্সেলোনা
লা লিগা ও অন্য সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ১১ ম্যাচ জেতা বার্সেলোনাকে অবশেষে হারের তিক্ত স্বাদ উপহার দিলো রিয়াল সোসিয়েদাদ। রবিবার লা লিগায় সোসিয়েদাদের মাঠে ‘জয়রথ’ থামলো বার্সেলোনার। কাতালান জায়ান্টদের হারটা হয় ২-১ গোলে। এই হারে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমে হয়েছে এক পয়েন্ট।
ম্যাচের ২৫ সেকেন্ডেই বার্সার জালে বল পাঠান সোসিয়েদাদের মিকেল ওইয়ারসাবাল। তবে অফসাইডের কারণে গোল মেলেনি। সপ্তম মিনিটে বার্সার ফের্মিন লোপেসের গোল বাতিল হয় দানি ওলমো ফাউল করায়। ২৭ মিনিটে বক্সের বাইরে থেকে ইয়ামালের শট ঠিকানা খুঁজে পেলেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।
চার মিনিট পর ওইয়ারসাবালের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে দুই মিনিটের মধ্যে ওলমোর দুটি প্রচেষ্টা পোস্টে বাধা পায়। ৬৩ মিনিটে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক আলেহান্দ্রো বাল্দে, ওলমো ও ফেররান তরেসের বদলি হিসেবে জোয়াও কান্সেলো, লেভানদোভস্কি ও মার্কাস রাশফোর্ডকে নামান। ৭০ মিনিটে ইয়ামালের ক্রসে কাছ থেকে হেডে সমতা টানেন রাশফোর্ড।
পরের মিনিটে সোসিয়েদাদের গন্সালো গেদেস গোল করে ম্যাচের পার্থক্য গড়ে দেন। ৮৫ মিনিটে জুল কুন্দের জোরাল হেড ক্রসবারের নিচের দিকে লাগলে লা লিগায় টানা ৯ আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের পর হারের তেতো স্বাদ পায় বার্সা। ২০ ম্যাচে তাদের ৪৯ পয়েন্টের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।
বিভি/এজেড



মন্তব্য করুন: