বাংলাদেশ ভারতে না গেলে সুযোগ পাবে কোন দল, জানালো আইসিসি
ইন্টারনেট
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। সম্প্রতি আইসিসি কর্মকর্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে সেই জায়গায় সুযোগ দেওয়া হবে স্কটল্যান্ডকে। এএফপির প্রতিবেদনসূত্রে এই তথ্য জানা গেছে। ক্রিকইনফোরও প্রতিবেদনেও এমন তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে খেলতে পারে স্কটল্যান্ড। আগামী বুধবারের মধ্যে বাংলাদেশ ভারত সফর করবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে আইসিসি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত হবে।
এদিকে, এএফপির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিশ্বকাপে না খেললে, সুযোগ না পাওয়া দলগুলোর ভেতর থেকে সর্বোচ্চ র্যাঙ্কধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে।
এর আগে গত শনিবার আইসিসি-বিসিবির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টি আলোচনা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। তবে, বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তন করতে রাজি নয় আয়ারল্যান্ড।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: