• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

আইপিএলের শুরুতেই করোনার ধাক্কা

প্রকাশিত: ১৬:৪৮, ২২ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
আইপিএলের শুরুতেই করোনার ধাক্কা

ছবি: ফাইল

করোনার কারণে আইপিএলের ১৪তম আসর মাঝপথে স্থগিত করে দেওয়া হয়। বিরতি দিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে আসরের দ্বিতীয় ধাপ। এবার চতুর্থ দিনেই আইপিএলে করোনার ধাক্কা লেগেছে।

পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা সানরাইজার্স হায়দরাবাদের পেসার থাঙ্গারাসু নটরাজন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর করোনার কোনো লক্ষণ ছিলো না। নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই তাঁকে টেস্ট করোনা হয় এবং তিনি পজিটিভ এসেছেন।

নটরাজন দলের ছয়জনের সংস্পর্শে এসেছিলেন বলে বিসিসিআই এক বিবৃতি দিয়ে জানিয়েছে। তাঁরা হলেন- ক্রিকেটার বিজয় শঙ্কর, ম্যানেজার বিজয় কুমার, ফিজিও সায়াম সুন্দর, চিকিৎসক অঞ্জনা, লজিস্টিক ম্যানেজার তুষার খেদকা ও নেট বোলার প্রিয়মশামি গনেষ। তাঁরা সকলে আইসোলেশনে আছেন।

হায়দরাবাদ শিবিরে করোনার ধাক্কা লাগলেও দিল্লি ক্যাপেটালসের বিপক্ষে তাদের ম্যাচটি মাঠে গড়াবে। বায়ো-বাবলের মধ্যে করোনা ঢুকে পড়ায় আয়োজকদের মাথায় নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে। টি-২০ বিশ্বকাপের মাথার ওপর থেকেও কাটছে না শঙ্কা।

বিভি/এসএম

মন্তব্য করুন: