• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সুমনের গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৫, ১৩ অক্টোবর ২০২১

আপডেট: ১৮:১২, ১৩ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
সুমনের গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

ছবি: টুইটার

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারলে বা ড্র করলে বিদায়, জিতলে ফাইনাল এমন সমীকরণে ভালো শুরু করেছে বাংলাদেশ। প্রথমার্ধের শুরুতে গোল করে শক্ত প্রতিপক্ষ নেপালের বিপক্ষে লিড নিয়েছে। ৪৫ মিনিট শেষে ওই লিড ধরে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচের ৯ মিনিটে গোল করেন বাংলাদেশের ফরোয়ার্ড সুমন রেজা। হেড থেকে তাঁর করা ওই গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। শুধু গোল নয় প্রথমার্ধে রক্ষণ-আক্রমণে ভালো করেছে অস্কার ব্রুজোন-এর দল। এখন ওই লিড ধরে ম্যাচ শেষ করার অপেক্ষা।

বাংলাদেশ ১৬ বছর আগে সর্বশেষ সাফের ফাইনালে খেলেছে। এবার দক্ষিণ এশিয়ার এই ফুটবল লড়াইয়ে গৌরব ফিরে পেতে কোচ জেমি ডে’কে সাময়িক বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন কোচ অস্কার ব্রুজোনের অধীনে এখন পর্যন্ত ঠিক পথেই আছে দল।

চলতি সাফে শ্রীলংকার বিপক্ষে জয়ের পর ভারতের বিপক্ষে ১-১ গোলের সমতা করে টাইগার ফুটবলবাহিনী। পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে হেরেছে ব্রুজোনের দল। সর্বশেষ সাফের আসরে নেপালের বিপক্ষে হেরে গ্রুপ পর্বে বিদায় নিয়েছিলো বাংলাদেশ।

বিভি/এসএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2