• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে হ্যালন্ডের ভিডিও

প্রকাশিত: ১৪:২৭, ১৫ অক্টোবর ২০২১

আপডেট: ১৫:৫৪, ১৫ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে হ্যালন্ডের ভিডিও

ছবি: ফাইল

বর্তমান সময়ের সেরা ফুটবলারের তালিকায় অবধারিত লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, করিম বেনজেমা, রবার্ট লেভানডভস্কিদের নাম। তরুণ ফুটবলারদের মধ্যে সেরা প্রতিভার বিচারে তেমনি কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হ্যালন্ড-এর নাম নিতেই হবে।

মেসি-রোনালদোর ফুটবল রাঙিয়ে তোলার পতাকা এমবাপ্পে-হ্যালন্ড-এর হাতে যাচ্ছে বলে বিশ্বাস করেন ফুটবল বিশ্লেষকরা। পিএসজি খেলা এমবাপ্পে এবং বরুশিয়া ডর্টমুন্ডে খেলা হ্যালন্ড দলবদলের বাজারেও ঝড় তোলার অপেক্ষায় আছেন।

বরুশিয়া ডর্টমুন্ডের টুইটারে ছাড়া একটি ভিডিও নরওয়ে স্ট্রাইকারের দাম আরও বাড়িয়ে দেবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, হ্যালন্ড তিনটা বল একটার পর একটা সাজিয়েছেন। এরপর গোল পোস্টে একই জায়গায় তিনটি শট মেরেছেন তিনি।

মজার ব্যাপার হলো, ওই শট নেওয়ার সময় নিচে থাকা দুটি বল একটুও নড়েনি। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে ডর্টমুন্ডের টুইটারে ছাড়া ওই ভিডিও এরই মধ্যে দশ মিলিয়নের বেশি মানুষ দেখেছে। দলবদলের বাজারে হ্যালন্ডকে দলে নিতে ম্যানসিটি, বার্সেলোনা, পিএসজি ও রিয়াল মাদ্রিদ লড়াই করছে বলে সংবাদ মাধ্যমের গুঞ্জন।

বিভি/এসএম

মন্তব্য করুন: