• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মাঠ কর্মীকে অর্থ পুরস্কার দিলেন কোহলিরা

প্রকাশিত: ১৮:১৩, ৬ ডিসেম্বর ২০২১

ফন্ট সাইজ
মাঠ কর্মীকে অর্থ পুরস্কার দিলেন কোহলিরা

ছবি: টুইটার

মুম্বাই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড ৩৭২ রানে জিতেছে ভারত। রানের ব্যবধানে যা মেন ইন ব্লুজদের সবচেয়ে বড় জয়। দারুণ ওই জয় পাওয়ায় ওয়াংখেড়ের মাঠ কর্মীকে ৩৫ হাজার রুপি অর্থ পুরস্কার দিয়েছে ভারতীয় ক্রিকেট দল।

এর আগে কানপুর টেস্ট ড্র হওয়ার পর ওই মাঠের কর্মীকে ৩০ হাজার রুপি পুরস্কার দিয়েছিলেন ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড়। অর্থটা ছিলো তাঁকে উৎসাহ দেওয়ার জন্য।

কানপুর টেস্ট পুরো পাঁচ দিন মাঠে গড়িয়েছে। দারুণ ব্যাটিং করেছে ভারত। ব্যাট হাতে খারাপ করেনি নিউজিল্যান্ডও। জয়ের পথেই ছিলো স্বাগতিকরা। কিন্তু রাচিন রবিন্দ্র ও এজাজ প্যাটেল ব্যাট হাতে দারুণ দৃঢ়তা দেখিয়ে ম্যাচ ড্র করে ফেলেন। খেলার মতো উপভোগ্য উইকেট বানানোয় মাঠ কর্মীকে ‍পুরস্কার দেন দ্রাবিড়।

মুম্বাই টেস্ট চতুর্থ দিনের প্রথম সেশনে শেষ হয়ে গেছে। তবে উইকেট ছিলো স্পোর্টিং। ভারত দুই ইনিংসেই মোটামুটি ভালো ব্যাটিং করেছে। তবে প্রথম ইনিংসে বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। উইকেট যে ব্যাটিংয়ের জন্য খুব খারাপ ছিলো না সেটা অনভিজ্ঞ কিউইরা বুঝেছে দ্বিতীয় ইনিংসে। কাজের প্রসংশা স্বরূপ কোহলি বাহিনী অর্থ পুরস্কার দিয়েছেন মাঠ কর্মীকে।

বিভি/এসএম

মন্তব্য করুন: