• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

দর্শকশূন্য মাঠে বিপিএলের কথা ভাবছে বিসিবি

প্রকাশিত: ১৫:০৮, ১৩ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
দর্শকশূন্য মাঠে বিপিএলের কথা ভাবছে বিসিবি

ছবি: ফাইল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের সূচী চূড়ান্ত হয়েছে। ২১ জানুয়ারি থেকে বসবে বিপিএলের আসর। আসনের অন্তত ৫০ শতাংশ দর্শক নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগটি আয়োজন করতে চেয়েছিলো বোর্ড। ওই পরিকল্পনায় আসতে যাচ্ছে পরিবর্তন।

ওমিক্রনের ঢেউয়ের শঙ্কায় দর্শকশূন্য গ্যালারিতে বিপিএল আয়োজনের কথা ভাবছে বিসিবি। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সিলেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে এমন ইঙ্গিতই দিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস।

তিনি বলেন, ‘টুর্নামেন্ট আয়োজন নিয়ে শঙ্কা নেই। তবে দর্শক প্রবেশের বিষয়ে শঙ্কা আছে। আমাদের বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে। দর্শক প্রবেশের অনুমতি দিতে পারবো কি-না এটা নিয়ে বড় প্রশ্ন আছে। দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।’

ওমিক্রনের ঢেউ ঠেকাতে এরই মধ্যে সরকার বিধিনিষেধ জোরদার করেছে। ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে। মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে নামছে। সব মিলিয়ে দর্শক নিয়ে বিপিএল আয়োজন করা কঠিন হয়ে পড়েছে।

বিভি/এসএম

মন্তব্য করুন: