• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আইসিসি’র বর্ষসেরা শাহিন আফ্রিদি

প্রকাশিত: ১৬:১৩, ২৪ জানুয়ারি ২০২২

আপডেট: ১৬:১৩, ২৪ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
আইসিসি’র বর্ষসেরা শাহিন আফ্রিদি

ছবি: ফাইল

সাকিব আল হাসান, জানেমান মালাককে হারিয়ে আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন বাবর আজম। বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। সোমবার (২৪ জানুয়ারি) জো রুটকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের তমকা দেওয়া হয়েছে।

তবে পুরস্কারের মর্যাদার তুলনায় রুট, বাবর ও রিজওয়ানকে ছাড়িয়ে গেছেন শাহিন শাহ আফ্রিদি। সোমবার (২৪ জানুয়ারি) আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার হিসেবে স্যার গ্যারি সোবার্স অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।

শাহিন আফ্রিদি গত বছর তিন ফরম্যাটে ৩৬ ম্যাচে ৭৮ উইকেট নিয়েছেন। টেস্ট, ওয়ানডে ও টি-২০ খেলেছেন দাপট নিয়ে। দুর্দান্ত গতি, লাইন ও সুইং দিয়ে ব্যটারদের নাস্তানাবুদ করেছেন তিনি। উপহার দিয়েছেন দুর্দান্ত কিছু স্পেল। টি-২০ বিশ্বকাপে তাঁর দুই ওভারেই এক স্পেলেই যেমন ধসে গিয়েছিলো ভারত।

বছরটা তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে একটু ধীরেই শুরু করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে আগুন ঝরানো বোলিং করেন। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশে একই ফর্ম দেখান। এর মধ্যে সাদা বলের ক্রিকেটে বেশি ভালো করেছেন তিনি। তাঁর বলে গতি, সুইং, বাউন্স, ইয়ার্কার কি ছিলো না?

সংযুক্ত আরব আমিরাতে টি-২০ বিশ্বকাপে তাঁর বোলিং নিয়ে বিরাট কোহলি বলেছিলেন, ‘আমাদের ব্যাটারদের তিনি চাপে ফেলে দিয়েছেন। নতুন বলে গতি, আগ্রাসী মনোভাব, ধারাবাহিকতা দিয়ে তিনি দেখিয়েছেন, তাঁকে খেলতে সতর্ক হতে হবে। তাঁর ওই স্পেলই আমাদের ব্যাক ফুটে ঠেলে দিয়েছে।’

বিভি/এসএম

মন্তব্য করুন: