• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রুদ্ধশ্বাস লড়াইয়ে গুজরাটকে হারালো দিল্লি

প্রকাশিত: ১২:৪২, ২৫ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
রুদ্ধশ্বাস লড়াইয়ে গুজরাটকে হারালো দিল্লি

ব্যাট হাতে গুজরাট টাইটান্সকে জেতাতে পারেননি রশিদ খান। শেষ ওভারে ১৯ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হন আফগান স্পিনিং অলরাউন্ডার। বুধবার দিল্লি ক্যাপিটালস ঘরের মাঠে চার উইকেটে ২২৪ তুলে চার রানের জয়োৎসব করে।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন ২২৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে গুজরাট। ডেভিড মিলার ২৩ বলে ৫৫ করে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময় ১৫ বলে ৪৪ রান দরকার ছিলো শুবমান গিলদের। তাদের আশা শেষ ধরে নিয়েছিলেন এমনকি ধারাভাষ্যকাররাও। 

রশিদ খান ভেবেছিলেন ভিন্ন কিছুই। শেষ ওভারে দরকার ছিল ১৯ রান, মুকেশ কুমারের প্রথম ৫ বলে ১৪ রান তুলে গুজরাটকে রশিদ নিয়ে গিয়েছিলেন খুব কাছে। তবে পার করাতে পারেননি শেষ পর্যন্ত। শেষ বলে ৫ রানের সমীকরণে বাউন্ডারি হয়নি দেখে সিঙ্গেলটাও সম্পন্ন করেননি রশিদ ও মোহিত শর্মা। আট উইকেটে ২২০ রানে আটকে যায় গুজরাট।

এর আগে ঋদ্ধিমান সাহা ২৫ বলে ৩৯, সাই সুদর্শন ৩৮ বলে সর্বোচ্চ ৬৫ রান করেন। ৯ ম্যাচে দুই দলেরই চার জয়ে পয়েন্ট সমান ৮। নেট রানরেটে গুজরাটকে টপকে ছয়ে উঠে উঠেছে এই ম্যাচের আগে আটে থাকা দিল্লি। গুজরাট নেমেছে সাতে। ৮ খেলায় সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রাজস্থান রয়্যালস। 

বিভি/রিসি

মন্তব্য করুন: