• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ডমিনিকায় টানা বৃষ্টি, বাংলাদেশ-উইন্ডিজ প্রথম টি-টুয়েন্টির কী হবে?

প্রকাশিত: ২০:১৮, ২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
ডমিনিকায় টানা বৃষ্টি, বাংলাদেশ-উইন্ডিজ প্রথম টি-টুয়েন্টির কী হবে?

বৃষ্টি হওয়ায় মাঠের দিকে অলস সময় কাটাতে হয়েছে টাইগারদের। ছবি: নুরুল হাসান সোহানের ফেসবুক পেজ

শুক্রবার (১ জুলাই) থেকে টানা বৃষ্টি হচ্ছে ডমিনিকায়। এই মাঠেই আজ প্রথম টি-টুয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বৃষ্টির চোখ রাঙানিতে অনিশ্চিত হয়ে আছে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি। 

ডমিনিকায় গতকাল শুরু হওয়া এই বৃষ্টি এখনো থামার কোনো লক্ষণ নেই। বৃষ্টির কারণে অনুশীলনেও পূর্ণ সময় থাকা হয়নি টাইগারদের। আগের দিন শুধু ফুটবল খেলে ও ৪০ মিনিটের ফিল্ডিং সেশন শেষে ড্রেসিংরুমে ফিরতে হয়েছে সাকিব-রিয়াদদের।

এদিকে খেলার দিন আজও বৃষ্টির কারণে মাঠে আসতে দেরি হয় ক্রিকেটারদের। ডমিনিকায় সকাল থেকে বৃষ্টি থাকলেও নেই সূর্যের দেখা। যার ফলে শঙ্কা জাগে, হবে তো বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি! তবে ম্যাচটি যেহেতু বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়, তাই টিম ম্যানেজম্যান্ট এখনো আশা করছেন ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে।

ডমিনিকার  উইন্ডসর পার্কটি বাংলাদেশের জন্য বেশ পয়মন্ত। যে মাঠে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ওয়ানডে খেলে দুটিতেই জয় দেখেছিল সাকিব আল হাসানের দল। কিন্তু ২০১৭ সালের এক হ্যারিকেনে বিধ্বস্ত হয় মাঠটি। এর ৫ বছর পর বাংলাদেশের ম্যাচ দিযে আবারও ক্রিকেট ফিরছে ডমিনিকায়।

বিভি/এজেড

মন্তব্য করুন: