• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

জয় পেল বাংলাদেশ, বোলারদের পরীক্ষা নিল আরব আমিরাত

প্রকাশিত: ২৩:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
জয় পেল বাংলাদেশ, বোলারদের পরীক্ষা নিল আরব আমিরাত

বিশ্বকাপ যাত্রার আগে নিজেদের ঝালিয়ে নেওয়া সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। তবে প্রস্তুতিটা আশানুরূপ ভালো হয়নি। পেছনের সারির দল আরব আমিরাতকে হারাতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে বাংলাদেশকে। সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে জয়ের পর আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩২ রানে জিতেছে টাইগাররা।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে  জয় পেলেও টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে গত ক’মাসে যে পরিমাণ প্রশ্ন উত্থাপিত হয়েছে, সিরিজ শেষে সেগুলো রয়েই গেল! প্রশ্ন উঠতে পারে সিরিজ থেকে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলাতে গেলেও। এমনকি দুই ম্যাচের কোনোটাতেই আরব আমিরাতের সবগুলো উইকেট শিকার করতে পারেন। উল্টো প্রতি ম্যাচেই বোলারদের কঠিন পরীক্ষা নিয়েছে ওয়াসিমরা।

১৭০ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে ২৯ রানের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। চিরাগ সুরিকে নাসুম আহমেদ, মুহাম্মদ ওয়াসিমকে তাসকিন, আরিয়ান লাকরা ও ভ্রিতিয়া আরভিন্দকে মোসাদ্দেক হোসেন সৈকত আউট করেন। 

এরপর দুর্দান্ত এক প্রতিরোধ গড়ে তুলেন রিজওয়ান ও বাসিল হামিদ। পঞ্চম উইকেটে তারা ৯০ রানের জুটি গড়েন। সেই জুটি ভাঙে এবাদত হোসেনের কল্যাণে। ৪২ রানে হামিকে সাজঘরে ফেরান এবাদত। জাওয়াদ ফরিদ করেন ৮ রান। ৫১ রান নিয়ে অপরাজিত থাকেন রিজওয়ান। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে আরব আমিরাতের ইনিংস।

এর আগে টস হেরে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে বাংলাদেশ। ওপেনিং জুটিতে বাংলাদেশকে ২৭ রান এনে দেন মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান। টানা তৃতীয় বারের মতো দলের হয়ে ওপেনিংয়ের সুযোগ পেয়েও ব্যর্থ হন সাব্বির। ৯ বলে ১২ রান করে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি।

দ্বিতীয় উইকেট জুটিতে লিটন দাস ও মিরাজ গড়েন ৪১ রানের জুটি। দারুণ ব্যাট করতে থাকা লিটন ২০ বলে ফেরেন ২৫ রানে। একপ্রান্ত আগলে রাখা মিরাজকে এদিন বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি আগের ম্যাচে ফিফটি হাঁকানো আফিফ হোসেন। আফিফ ১০ বলে ১৮ রান করে আউট হন।

চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছিলেন মোসাদ্দেক ও মিরাজ। কিন্তু  মিরাজকে ফিরতে হয় ফিফটি থেকে ৪ রান দূরে থাকতে। ৩৭ বলে  মিরাজ করেন ৪৬ রান। টি-টোয়েন্টিতে এটিই তার ক্যারিয়ার সেরা ইনিংস। 

মোসাদ্দেক এদিন ১৭তম ওভারে সাজঘরে ফেরেন ২২ বলে ২৭ রান করে। মোসাদ্দেক যখন আউট হন তখন বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান। শেষ তিন ওভারে দলকে ৩২ রান এনে দেওয়া সোহান ১০ বলে ১৯ ও ইয়াসির ১৩ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: