• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফুটসাল বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ!

প্রকাশিত: ১৯:৩৮, ৪ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ফুটসাল বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ!

এবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। ফিফা ফুটসালের ফাইনালে উঠেছে লাতিন আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। দারুণ ক্রীড়া শৈলী আর সাফল্যের কারণে ব্রাজিল- আর্জেন্টিনা সারাবিশ্বে সবচেয়ে জনপ্রিয় দুই দল। 

ফুটবল বিশ্বকাপ এলেই পেলে-ম্যারাডোনা, রোনালদো- বাতিস্তুতা, মেসি-নেইমারদের নিয়ে দুইভাগে ভাগ হয়ে যায় বাংলাদেশসহ সারা বিশ্বের সমর্থকরা। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বারতি উত্তেজনা। এবার সেই সুপার ক্লাসিকোর স্বাদ পাওয়া যাবে ফুটসালের ফাইনালে।

উজবেকিস্তানে আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপের ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সকে এবার সেমিফাইনালে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। অন্য সেমিফাইনালে ব্রাজিল ৩-২ গোলে হারিয়েছে ইউক্রেনকে। 

খেলার ধরণ এক হলেও ফুটবল আর ফুটসালের নিয়ম কানুনে কিছু পার্থক্য রয়েছে। খেলা হয় ইনডোরে। ১১ জনের পরিবর্তে প্রতি দলে খেলতে পারে পাঁচ জন করে। বলের আকার সাধারণ ফুটবলের তুলনায় কিছুটা ছোট। ফুটবলের চর্চা হয় সারা বিশ্বেই। তুলনায় ফুটসাল অনেকটাই নতুন। তবে ফুটবলের মতো ফুটসালও দক্ষিণ আমেরিকায় দারুণ জনপ্রিয়। বল নিয়ে কারিকুরিতে বরং এই ফুটসালাররাই বেশি এগিয়ে। 

ফুটসাল বিশ্বকাপেও সাফল্যে এগিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা। আগের নয় আসরের পাঁচটিতেই চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০১৬ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2