যোগ করা সময়ে গোল হজম, চেলসির ড্র
যোগ করা সময়ে গোল হজমে চেলসির বিপক্ষে জয় হাতছাড়া হয়েছে ম্যানচেস্টার সিটির। রবিবার ইতিহাদ স্টেডিয়ামে দুই জায়ান্টের ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। এই রাউন্ডে ফুলহামও যোগ করা সময়ের গোলে লিভারপুলের জয় রুখে দিয়েছে ২-২ ড্রয়ে।
নতুন বছরের প্রথম দিন সান্ডারল্যান্ডের মাঠে গোলশূন্য ড্র করা সিটি এদিন ঘরের মাঠে চেলসির বিপক্ষে একচেটিয়া আধিপত্য নেয়। ৩৯ মিনিটে আর্লিং হালান্ডের শট দূরের পোস্টে বাধা পাওয়ার তিন মিনিটের মধ্যে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। গোলদাতা ডাচ মিডফিল্ডার টিজানি রেইডার্স। চোট কাটিয়ে গত ম্যাচে বদলি হিসেবে মাঠে ফেরা রদ্রি এদিন শুরুর একাদশে নেমে মাঝমাঠ সিটির নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন।
প্রথমার্ধে কোনঠাসা চেলসি শেষদিকে আক্রমণে ফিরে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল শোধ দেয়। সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলের সুযোগ কাজে লাগান আর্জেন্টাইন মিডফিল্ডার এন্সো ফের্নান্দেস।
এই ড্র'য়ে সিটি ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলাকে গোল ব্যবধানে ও লিভারপুলকে ৮ পয়েন্ট পেছনে ফেলে দুইয়ে থাকলো। আর্সেনাল ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে, চেলসি ৩১ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল ফুলহামের মাঠে ফ্লোহিয়ান ভিয়েৎস ও কোডি হাকপোর গোলে যোগ করা সময়ের চতুর্থ মিনিট পর্যন্ত ২-১'এ থাকার পর তিন মিনিটের মধ্যে দ্বিতীয় গোল হজম করে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: