• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পারলো না আর্জেন্টিনা, ষষ্ঠ শিরোপা জিতলো ব্রাজিল

প্রকাশিত: ১২:২৫, ৭ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
পারলো না আর্জেন্টিনা, ষষ্ঠ শিরোপা জিতলো ব্রাজিল

ফুটসাল দিয়ে বিশ্বকাপে হেক্সা মিশনের পূর্ণতা পেল ব্রাজিল। আর ফুটবলের মতো দ্বৈরথ দেখা গেল ফিফা ফুটসাল বিশ্বকাপেও। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে জিতে নিলো ষষ্ঠ শিরোপা। আর ব্রাজিলের কাছে হারের পর রানার্সআপ হয়েই সন্তুষ্ট আর্জেন্টিনা। 

রবিবার (৬ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো আরিনা স্টেডিয়ামে জমজমাট ফাইনালে শেষ হাসি হাসে নেইমার-পেলের দেশের ফুটসালাররা। 

এই ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল শক্তিশালী ব্রাজিল। এর আগেও ৫বার চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধে ডিফেন্সিভ খেলার চেষ্টা করে। কিন্তু একটি গোল শোধ দেয় আর্জেন্টাইনরা। ফলে ২-১ স্কোরলাইনেই শেষ হয় খেলা।

১৯৮৯ সালে শুরু হওয়া ফুটসাল বিশ্বকাপে এর আগে পাঁচবার শিরোপা ঘরে তোলে হলুদ-সাদার দল। অন্যদিকে সাদা-আকাশীরা মাত্র একবারই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে। সর্বশেষ ২০১২ সালে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2