• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

‘শরীর আমার, সিদ্ধান্ত আমার, দাম দেবো তবু টিকা নেবো না’

প্রকাশিত: ১৮:১৬, ২৫ এপ্রিল ২০২২

আপডেট: ১৯:২৮, ২৫ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
‘শরীর আমার, সিদ্ধান্ত আমার, দাম দেবো তবু টিকা নেবো না’

স্ত্রীর সাথে নোভাক জকোভিচ। ছবি: প্লেয়ার্স জিএফ.কম

করোনার টিকা ইস্যুতে এখনো সুর নরম করেননি সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। বরং আরও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কয়েক মাস আগে করোনার টিকা না নেওয়ার কারণে সফরে গিয়েও অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি জোকোভিচের।

আইনি লড়াইয়ের পরও হেরে গিয়ে না খেলেই ফেরেন দেশে। তবে সম্প্রতি সাবেক এই নাম্বার ওয়ান স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে খেলা ছাড়বেন তবু করোনার টিকা নেবেন না। 

জোকোভিচ বলেন, আমার শরীর নিয়ে আমি কী সিদ্ধান্ত নেব, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কোন টুর্নামেন্ট, কিংবা যে কোন ট্রফি জয়ের থেকেও আমার শরীর আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। যতটা ফিট থাকা সম্ভব, ততটাই চেষ্টা করছি। তবে টিকা নেব না। তাতে এর দাম দিতে হলে তাও রাজি।

জোকোভিচ আরও জানান, আমি কখনই টিকার বিরোধী নই। তবে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হলো টিকা নেব না। পুরো বিশ্ব টিকার মধ্য দিয়ে লড়াই চালাচ্ছে। আশা করি, তাতে শীঘ্রই সাফল্যও আসবে।

আরও পড়ুন:

বিভি/এজেড

মন্তব্য করুন: