• NEWS PORTAL

  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাতারে অবস্থান করা মেসির ঘরটি এখন জাদুঘর

প্রকাশিত: ১৮:৪১, ২৮ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
কাতারে অবস্থান করা মেসির ঘরটি এখন জাদুঘর

বিশ্বকাপ খেলার সময় কাতারে যে ঘরে অবস্থান নিয়েছিলেন লিওনেল মেসি, সেটিকে ছোট্ট জাদুঘরে রূপান্তরিত করা হচ্ছে। কাতার ইউনিভার্সিটি এ ঘোষণা দিয়েছে।

কাতারে বিশ্বকাপ খেলতে গিয়ে কাতার ইউনিভার্সিটিতে ক্যাম্প করে আর্জেন্টিনা দল। সেখানে মেসির জন্য বরাদ্দ ঘরটি তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য এখন বিশেষ কিছু। এ কারণে ঘরটিতে আর কোনো অতিথিকে থাকতে দেওয়া হবে না। সেটিকে জাদুঘরে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কাতার ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা হিতমি আল হিতমি বলেছেন, ‘যে ঘরটিতে আর্জেন্টিনার জাতীয় দলের খেলোয়াড় লিওনেল মেসি অবস্থান করেছিলেন, সেটি অপরিবর্তিত থাকবে। সেটি দশনার্থীদের জন্য জাদুঘরে পরিণত করা হচ্ছে।’

ঘরটিতে কাতার বিশ্বকাপে তোলা মেসির সকল ছবি, শুরুর হার থেকে বিশ্বকাপ জেতা পর্যন্ত অভিযাত্রার সাক্ষী হিসেবে এ ঘরকে রেখে দিতে চায় হোটেল কর্তৃপক্ষ। মূলতঃ শিক্ষার্থী ও পরবর্তী প্রজন্মকে মেসির অর্জনের কথা মনে করিয়ে দিতেই এ উদ্যোগ গ্রহণ করেছে তারা।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2