অন্ধত্ব জয় করা এক আইনজীবীর গল্প! (ভিডিও)
আমির হোসেন পেশায় আইনজীবী। শরীয়তপুর জজ কোর্টে করছেন ওকালতি। তিনি সমাজের নির্যাতিত নারি আর প্রতিবন্ধীতের মামলায়ই বেশি লড়ে থাকেন। ওকালতি পেশায় তিনি যেমন সফল তেমনি বেশ সুনাম রয়েছে দৃষ্টিহীন আমিরের।
শরীয়তপুরের জাজিরা উপজেলার জব্বর আলী আকনকান্দি গ্রামের রজব আলী চৌকিদারের ছেলে আমির। সাড়ে তিন বছর বয়সে হাম জ্বরে আক্রান্ত হয়ে দৃষ্টি হারান তিনি। ছোট বেলা থেকেই পড়াশোনার প্রতি ছিল প্রবল ঝোক। কিন্তু প্রতিবন্ধীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সহজ ছিল না। নানান প্রতিকূলতা পেরিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন।
এরপর ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখানেও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন মেধাবী এই দৃষ্টি প্রতিবন্ধী। আইন বিষয়ে সফলতার সাথে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। স্বপ্ন ছিল প্রতিবন্ধী আর অসহায় মানুষের পাশে দাড়াতে বেছে নেন আইন পেশা ।
শুরু হয় কর্মজীবন। অর্থাভাবে আইনী সহায়তা থেকে যারা বঞ্চিত বা প্রতারিত হচ্ছেন তাদের সেবা দিতেই এই পেশায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি। ব্যাক্তি জীবনে বিবাহিত। এক সন্তানের বাবা আমির। পারিবারিক জীবনে সুখি এই মানুষটি কর্মক্ষেত্রেও সফল।
সমাজে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের জন্য অনন্য দৃষ্টান্ত হতে পারেন আমির হোসেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: