• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এভারেস্টজয়ী বাবর আলী এবার যাচ্ছেন অন্নপূর্ণা-১ জয় করতে

প্রকাশিত: ১৫:২৩, ২২ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
এভারেস্টজয়ী বাবর আলী এবার যাচ্ছেন অন্নপূর্ণা-১ জয় করতে

বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ এভারেস্ট জয় করা বাংলাদেশি বাবর আলী এবার যাচ্ছেন আরেক পর্বত শৃঙ্গ জয় করতে।  বিশ্বের দশম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নেপালের অন্নপূর্ণা-১ এ অভিযানে যাচ্ছেন চট্টগ্রামের বাবর আলী। বাংলাদেশ থেকে বাবর আলীই প্রথম যাচ্ছেন এই শৃঙ্গ জয়ে।

এই পর্বত শৃঙ্গের খাড়া ঢাল, তুষারধসের প্রবণতা এবং অনিশ্চিত আবহাওয়ার কারণে পর্বতারোহীদের কাছে এই পর্বত আরোহণ অনেকটা কঠিন।

২০২৪ সালে একই অভিযানে বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চশৃঙ্গ মাউন্ট লোৎসে আরোহণ করেন বাবর আলী। একই অভিযানে দুটি আট হাজার মিটার পর্বত আরোহণের কৃতিত্ব নেই আর কোনো বাংলাদেশি পর্বতারোহীর।
 
এবার পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ অভিযানে যাচ্ছেন বাবর। নেপালের গন্ডকী প্রদেশে অবস্থিত ২৬,৫৪৫ ফুট উচ্চতার অন্নপূর্ণা-১ শৃঙ্গটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত হিসেবে স্বীকৃত। আর এই শৃঙ্গ জয় করতেই ২৪ মার্চ নেপালের উদ্দেশ্যে যাচ্ছেন বাবর।

বাবর সফলভাবে অন্নপূর্ণা-১ শৃঙ্গে আরোহণ করতে পারলে এটি হবে তার তৃতীয় আট হাজারি মিটারি পর্বত। পৃথিবীতে ১৪টি আট হাজার মিটার কিংবা তার অধিক উচ্চতর পর্বত আছে।

শনিবার (২২ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সে পক্ষ থেকে এ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
  
এতে সভাপতিত্ব করেন অভিযানের ব্যবস্থাপক এবং ক্লাবটির বর্তমান সভাপতি ফরহান জামান। সংবাদ সম্মেলন শেষে বাবরের হাতে তুলে দেয়া হয় বাংলাদেশের জাতীয় পতাকা।

পর্বতারোহী বাবর আলী জানান, পর্বত গাত্রের খাড়া ঢাল, তুষার ধসের প্রবণতা, অনিশ্চিত আবহাওয়ার কারণে এই পর্বত আরোহণ পর্বতারোহীদের কাছে সব সময় কঠিন। ভয়ানক এই পর্বতে এটিই বাংলাদেশের প্রথম অভিযান।

এ সময় তিনি আরও বলেন, এভারেস্ট লোৎসে অভিযানের পর থেকেই বিশ্বের ১৪টি আট হাজার মিটার পর্বত আরোহণের ইচ্ছা ছিল। অন্নপূর্ণা-১ সে লক্ষ্যের দিকে আরও একটি পদক্ষেপ। ধীরে ধীরে বাকি পর্বতগুলোর চূড়া ছুঁতে চেষ্টা করব। তবে, অন্নপূর্ণা-১ অভিযান নিঃসন্দেহে চ্যালেঞ্জিং।
 
নিজের স্বপ্নের কথা তুলে ধরে বাবর আলী বলেন, বেশির ভাগ পর্বতারোহীই বিশ্বের উঁচু সব পর্বতে দেশের পতাকা হাতে দাঁড়ানোর স্বপ্ন দেখেন। আমিও এর ব্যতিক্রম নই।

বিভি/এজেড

মন্তব্য করুন: