বিশ্বের সর্বোচ্চ পরিবেশ পুরস্কার ‘দ্য আর্থশট’ জিতলো বাংলাদেশের ফ্রেন্ডশিপ
বিশ্বের অন্যতম বড় পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ-২০২৫ জিতলো বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ (এনজিও)। ফিক্স আওয়ার ক্লাইমেট ক্যাটাগরিতে, বাংলাদেশের উপকূলে ম্যানগ্রোভ বনায়নের জন্য এই পুরস্কার জিতলো ফ্রেন্ডশিপ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় এ পুরস্কার। বাংলাদেশের বৃহত্তম সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের পক্ষে পুরস্কার গ্রহন করেন এর প্রতিষ্ঠাতা রুনা খান। বিজয়ীদের মাঝে ‘দি আর্থশট প্রাইজ-২০২৫ ’পুরস্কার তুলে দেন জার্মান ফর্মুলা ওয়ান কিংবদন্তী সেবাস্টিয়ান ভেটেল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়ন সম্পর্কে ধারণা দেন ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠাতা রুনা খান। তিনি জানান, “দ্য আর্থশট প্রাইজ প্রাপ্তি আমাদের জন্য এক বিরাট সম্মান। এই স্বীকৃতি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর দৃড়তা ও উদ্ভাবনকে তুলে ধরবে বলে আশা কনে তিনি। রুনা খান আরো বলেন, “এ অর্জন সবার, বিশেষ করে জলবায়ু ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠী এবং যাদের সাথে এবং যাদের জন্য আমরা কাজ করি। এই পুরস্কার আমাদের অঙ্গীকার ও দায়িত্বকে আরও শক্তিশালী করেছে এবং আমরা আগামীতে আরও নিবেদিতভাবে কাজ চালিয়ে যাব।
২০২০ সাল থেকে বিভিন্ন কাজে অবদানের জন্য দি আর্থশট প্রাইজ প্রবর্তন করেন যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম। তিনি বলেন, পুরস্কার বিজয়ীদের মাঝে এক অন্যরকম অনুভূতি লক্ষ্য করছি। নিজেদের কর্মকান্ড ও সফলতায় বিশ্বে সত্যিকারের ‘অ্যাকশন হিরো’তারাই। যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম-এর পক্ষ থেকে ঘোষিত দি আর্থশট প্রাইজ-২০২৫’পুরষ্কার-এর অর্থমূল্য হিসেবে ১০ লাখ পাউন্ড।
বিভি/এজেড




মন্তব্য করুন: