৫.৫ জি চালু করলো ভারত, কী কী সুবিধা থাকছে?
যেখানে ফাইভজিই এখনো পুরোদমে কাভারেজে নেই সেখানে ৫.৫ জি পরিসেবা চালু করেছে ভারতের রিলায়েন্স জিও। এই পরিষেবাটি ফাইভজির উন্নত সংস্করণ ছাড়া আর কিছুই নয়। এই নেটওয়ার্কটিকে ফাইভজির অ্যাডভান্সও বলা হয়, যার উদ্দেশ্য হল আরও ভাল নেটওয়ার্ক, দ্রুত গতি এবং কম লেটেন্সি অফার করা।
০৪:৪৭ পিএম, ১০ জানুয়ারি ২০২৫ শুক্রবার