দুর্গতদের প্রতি মানুষের সহমর্মিতা স্বনির্ভর দেশ গড়ে তুলবে: প্রধান উপদেষ্টা

ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। তিনি বলেছেন, দুর্গতদের প্রতি মানুষের সহমর্মিতা স্বনির্ভর দেশ গড়ে তুলবে।
বুধবার (২৯ এপ্রিল) ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে গত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস।
গত বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে ৩০০ ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সুবিধাভোগীরা তাদের প্রতিক্রিয়া জানান।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে, বরাদ্দকৃত টাকার অর্ধেক দিয়েই সুষ্ঠু ভাবে প্রকল্প শেষ করায় প্রকল্পের সাথে যুক্ত সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বিভি এ/আই
মন্তব্য করুন: