মাউন্ট এভারেস্টে ভয়াবহ দুর্যোগের কবলে পাঁচ শতাধিক পর্বতারোহী

ছবি: সংগৃহীত
তিব্বতে মাউন্ট এভারেস্টে ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছে পাঁচ শতাধিক পর্বতারোহী। আটকা পড়েছে পর্বতশৃঙ্গটির পূর্ব ঢালে ১৬ হাজার ফুট উচ্চতায়। এরমধ্যে ৩৫০ জনকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা থেকে আকস্মিক তীব্র তুষারঝড় শুরু হয় অঞ্চলটিতে। ভেঙে পড়ে ক্যাম্পের তাবুগুলো। আর এতেই বিপদ নেমে আসে হাজারো আরোহীর জীবনে। খবর পেয়েই উদ্ধার অভিযান শুরু করে তিব্বতের রেসকিউ টিম। যোগ দেয় স্থানীয় শত শত গ্রামবাসী এবং স্বেচ্ছাসেবী বিভিন্ন সংস্থা। তীব্র ঠাণ্ডার কারণে হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছে অনেকে। বাকিরাও শরীরের তাপমাত্রা কমে যাওয়ার ঝুঁকিতে আছে।
এরইমধ্যে দু'শ' জনের সাথে যোগাযোগ করতে পেরেছে উদ্ধারকর্মীরা। চরমভাবাপন্ন আবহাওয়ায় শনিবার থেকে পর্বতারোহন বন্ধ রাখা হয়েছে অঞ্চলটিতে।
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। আট হাজার ৮৪৯ মিটার উচ্চতার এই শৃঙ্গে প্রতিবছর আরোহণের চেষ্টা করেন অনেক অভিযাত্রী। এমন ভয়াবহ দুর্ঘটনার শিকারও হন অনেকে।
বিভি/এআই
মন্তব্য করুন: