বিশ্ব পর্যটন দিবসে উৎসবমুখর কক্সবাজার

ছবি: জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির বর্ণাঢ্য র্যালি
পর্যটকদের সমাগমে মুখর দেশের দীর্ঘতম সৈকত কক্সবাজার। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাগর কন্যা সেজেছে নতুন সাজে। দেশি-বিদেশি পর্যটকদের জন্য সাত দিনব্যাপী মেলা ও বীচ কার্নিভালের আয়োজন করা হয়েছে। বিচ ম্যারাথন ও সার্কাসের পাশাপাশি হোটেল-মোটেল-রেস্টুরেন্টগুলোয় থাকছে বিশেষ ছাড়।
বিশ্বের দীর্ঘতম বালুকাময় সৈকত। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এবারো অন্যরকম আমেজ কক্সবাজারে। দেশি-বিদেশি পর্যটকদের জন্য বিচ ফেস্টিভালের আয়োজন করেছে জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটি। গেলো বছরের চেয়ে এবারের আয়োজন করা হয়েছে আরো বড় পরিসরে। দুই শতাধিক স্টলের পাশাপাশি রয়েছে বিচ ম্যারাথন ও সার্কাস।
ফেস্টিভাল ঘিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালত।
বিভি/এমআর
মন্তব্য করুন: