• NEWS PORTAL

  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নিয়মিত যাত্রীদের জন্য ‘অরবিট’ চালু করলো এয়ার অ্যাস্ট্রা

প্রকাশিত: ২৩:১৬, ১১ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
নিয়মিত যাত্রীদের জন্য ‘অরবিট’ চালু করলো এয়ার অ্যাস্ট্রা

উড়োজাহাজের যাত্রীসেবা আরও সুন্দর ও আনন্দময় করার প্রতিশ্রুতি নিয়ে নিয়মিত ফ্লাইটে চলাচলকারীদের জন্য ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘অরবিট’ সেবা শুরু করলো দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান-এয়ার অ্যাস্ট্রা। বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর একটি হোটেলে ইকো, ইভো এবং প্রো; এই তিন ক্যাটাগরির আন্তর্জাতিক মানের ‘অরবিট’ প্রোগ্রাম চালু করেছে দেশের অন্যতম এই এয়ারলাইন্সটি। 

বিশিষ্ট করপোরেট ব্যক্তিত্ব এবং ওরাকল বাংলাদেশ, নেপাল এবং ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা এই প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে রুবাবা দৌলা আশা করেন, অরবিট সেবার মধ্যদিয়ে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করবে এয়ার অ্যাস্ট্রা। এয়ারলাইন্সটি যাত্রীসেবায় এখন পর্যন্ত যে সুনাম অর্জন করেছে তার ধারাবাহিকতা বজায় রেখে অভ্যন্তরীণ গন্তব্যের পাশাপাশি শিগগিরই আন্তর্জাতিক রুটে ডানা মেলবে এমন আশা তার। এসময় অনুষ্ঠানে এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ এবং চিফ কমার্শিয়াল অফিসার সোহেল মজিদ উপস্থিত ছিলেন।

অরবিট নামের নতুন এ কর্মসূচির আওতায় এয়ার অ্যাস্ট্রায় নিয়মিত ভ্রমণকারী যাত্রীরা ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামে মাইলেজ যোগ করতে পারবেন। পরবর্তীতে সেই মাইলেজ খরচ করে এয়ার অ্যাস্ট্রায় ফ্রি ভ্রমণের সুযোগ পাবেন। এ ছাড়াও অরবিটের আওতায় থাকা যাত্রীরা ফ্লাইট চেক-ইন এর ক্ষেত্রে অগ্রাধিকারের পাশাপাশি, র‌্যাম্প কার, সিট সিলেকশন অপশন ও অতিরিক্ত ব্যাগেজ সুবিধা পাবেন। 

‘অরবিট’ উদ্বোধন উপলক্ষে এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার সাথে সাথে একটি ওয়েলকাম কিট পাবেন যাত্রীরা। যেখানে থাকছে দেশের স্বনামধন্য ১০টি ব্র্যান্ড শেয়ারট্রিপ, গোযায়ান, টুয়েলভ ক্লোথিং, শাহরুখ আমিন, এপেক্স, মানা বে, সি পার্ল ওয়াটার পার্ক, সিক্রেট রেসিপি, রেড বাই আফরোজা পারভিন, ফয়েজ লেক রিসোর্ট-এর ডিসকাউন্ট ভাউচার। ভ্রমণকারীরা এয়ার অ্যাস্ট্রার ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস অফিস, এয়ারপোর্ট চেক-ইন কাউন্টার এবং ইন-ফ্লাইটে ‘অরবিট’-এর রেজিস্ট্রেশন করতে পারবেন। 

এয়ার অ্যাস্ট্রা বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট। শিগগিরই নেপাল ও কলকাতা রুটেও ফ্লাইট শুরুর পরিকল্পনা রয়েছে এয়ার অ্যাস্ট্রার।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2