তিন মাস পর বনজীবী ও পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সুন্দরবন

ফাইল ছবি
তিন মাস বন্ধ থাকার পর বনজীবী ও পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সুন্দরবন। বনে যাওয়ার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দুশ্চিন্তামুক্ত জেলে-বাওয়ালী ও ট্যুর অপারেটররা। তবে সব প্রস্তুতি নেয়া হলেও দুষ্কৃতকারীদের নিয়ে উদ্বেগ বন বিভাগের।
প্রতি বছর পহেলা জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত তিন মাস সুন্দর বনে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেয় সরকার। এক আগস্ট থেকে আবারও বনে প্রবেশ করতে পারবে জেলে- বাওয়ালি ও পর্যটকরা।
তিন মাসের নিষেধাজ্ঞায় প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আবার সুন্দরবন গিয়ে আয়ের পথ উন্মুক্ত হওয়ায় আয়ের পথ খুলছে ট্যুর অপারেটর, জেলে ও বাওয়ালিদের। তবে তাদের দাবি, পর্যটকদের সুন্দরবনের নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার।
এদিকে নিষেধাজ্ঞা শেষে আগত পর্যটকদের আনন্দ দিতে সকল প্রস্তুতি গ্রহন করেছে, সুন্দরবনের ১১টি পর্যটক স্পট গুলোর দায়িত্বশীলরা।
গেলো তিন মাসের নিষেধাজ্ঞার সময় দুস্কৃতকারীদের বন কেন্দ্রীক অপরাধ দমনে কঠোর ছিলো বনবিভাগ।
সুন্দরবনের সম্পদ আহরন করে জীবীকা নিরবাহ হয় উপকূলের হাজারো মানুষের। আনন্দ উপভোগ করতে এ বনে আসেন পর্যটকরা। এই থেকে রাজস্ব আয় করে বন বিভাগ। তাই, বন কেন্দ্রীক অপরাধ বন্ধে কঠোর আইন করার দাবি সবার।
বিভি/এজেড
মন্তব্য করুন: