• NEWS PORTAL

  • বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

আগামীকাল থেকে কেওক্রাডং খোলা

প্রকাশিত: ১৭:০৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আগামীকাল থেকে কেওক্রাডং খোলা

ছবি: সংগৃহীত

আগামীকাল (১ অক্টোবর) থেকে পর্যটকদের জন্য রুমা উপজেলার কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক শামীম আরা রিনির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দেশি-বিদেশি পর্যটকদের কেওক্রাডং ভ্রমণে আর বাধা না থাকলেও কিছু শর্ত মানতে হবে। সেগুলো হলো- (ক) আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুমা উপজেলার যেসকল পর্যটন কেন্দ্রগুলো খোলা হয়েছে সেগুলো ছাড়া অন্য কোন পর্যটন কেন্দ্রে ভ্রমণ নিষিদ্ধ, (খ) জেলা বা উপজেলা প্রশাসনের নিবন্ধিত ট্যুর গাইডদের সাথে নিয়ে ভ্রমণ করতে হবে, (গ) পর্যটন কেন্দ্রগুলোর চেকপোস্ট বা পর্যটন তথ্য সেবা কেন্দ্রে অবশ্যই ভ্রমণের তথ্য দিতে হবে, (ঘ) নির্দিষ্ট নির্দেশনা ভঙ্গ করলে সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নিকটবর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে, (ঙ) এসব পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য ফিটনেস ও অনুপযোগী যানবাহন চলাচল নিষিদ্ধ এবং (চ) অযাচিত কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পর্যটন সংস্থার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পুনরায় পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ নিষিদ্ধ করতে পারবে জেলা প্রশাসন।  

গত শনিবার ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১ অক্টোবর থেকে কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2