• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ভূগর্বে ফুটন্ত পানি !

মহুয়া রউফ

প্রকাশিত: ১৮:৩২, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
ভূগর্বে ফুটন্ত পানি !

আমরা যেমনটা পড়েছিলাম ভূগোল বইয়ে- উষ্ণ প্রস্রবণ। মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখেছি খাসা, নম্বর পেয়েছি ঠাসা। কিন্তু চোখে দেখিনি কোনো দিন।  খুব সহজ করে যদি বলি উষ্ণ প্রস্রবণ ব্যাপারটা হলো ভূগর্ভস্থ গরম পানি এবং বাস্প মাটি ফুঁড়ে বেরিয়ে আসা। অনেকটা স্প্রে এর মতো। আগ্নেয়গিরির ঝুঁকি প্রবণ অঞ্চলে ভূগর্ভস্থ পা‌নি গ‌লিত শিলা ম্যাগমার সংস্প‌র্শে এসে উত্তপ্ত হয়, ফুটতে থাকে, চাপ তৈরি করে একসময় বেরিয়ে আসে। ল্যাটিন অঞ্চলে একে বলে গিজার।

ছবির এই উষ্ণ প্রস্রবণকে বলা হয় ‘এল টাটিও গিজার’

ছবির এই উষ্ণ প্রস্রবণকে বলা হয় ‘এল টাটিও গিজার’। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম গিজার এবং দক্ষিণ গোলার্ধের বৃহত্তম।  এটি দেখার জন্য আমায় আসতে হয়েছে চিলির রাজধানী সান্টিয়াগো হতে একেবারে দক্ষিনের সীমান্ত শহর কালামা। সেখান থেকে আতাকামা মরুভূমিতে এসে অবস্থান নিয়েছি। বাস সহযোগে উঠতে হয়েছে ভূপৃষ্ঠ হতে ১৪ হাজারেরও বেশি ফুট উপরে। চিলির এ অংশটি আন্দিজ পর্বতমালায় পড়েছে।

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2