বৈরী আবহাওয়া উপেক্ষা করে পর্যটকদের ভিড় কক্সবাজারে
ঈদের ছুটিতে সরগরম দেশের কয়েকটি পর্যটনকেন্দ্র। বৈরী আবহাওয়া উপেক্ষা করে পর্যটকদের ভিড় কক্সবাজার সমুদ্র সৈকত, খাগড়াছড়ি ও সিলেটের পর্যটন স্পটগুলোতে।
ঈদের ছুটিতে ভ্রমণপিপাসুতে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সাগরের সুনীল জলরাশিতে উচ্ছ্বাসের পাশাপাশি নির্বিঘ্নে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগে মেতেছেন তারা।
সৈকতের লাবণী থেকে কলাতলীসহ বিভিন্ন পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড়। বাধভাঙ্গা আনন্দ তাদের।
পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে সৈকত জুড়ে মোতায়েন রয়েছে ট্যুরিস্ট পুলিশ। জেলা প্রশাসনের নজরদারির পাশাপাশি কর্মব্যস্ত লাইফগার্ড কর্মীরা।
সিলেটে বৈরী আবহাওয়ায়ও পর্যটকদের ভিড়। বৃষ্টির ভোগান্তি জয় করে জাফলং ভোলাগঞ্জ রাতারগুলসহ বিভিন্ন জায়গায় প্রকৃতিপ্রেমীরা ভোগ করছেন অনাবিল আনন্দ। চা বাগান, স্বচ্ছ নদীর জলধারা, পাথর আর পাহাড়ের আকর্ষণে সিলেটে প্রতিবছরই বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়।
ঈদ উপলক্ষে হোটেলগুলো দিয়েছে নানা প্যাকেজ সুবিধা। গত বছর বন্যা ও তার আগে করোনার ক্ষতি কাটিয়ে ওঠার আশা পর্যটন সংশ্লিষ্টদের। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
পাহাড়, ঝর্ণা ও ছড়ার ছড়াছড়ি খাগড়াছড়িতেও ভ্রমণ পিপাসুরা মেতেছেন ঈদ আনন্দে। খাগড়াছড়ির আলুটিলা, রহস্যময় গুহা, মায়াবিনি লেকসহ স্পটগুলোর সৌন্দর্যে মুগ্ধ তারা।
বিভি/রিসি




মন্তব্য করুন: