• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৫ দিনব্যাপী রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল শুরু

প্রকাশিত: ২০:৪৫, ১২ মার্চ ২০২৫

আপডেট: ১৯:৪৬, ১৪ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৫ দিনব্যাপী রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল শুরু

এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আয়োজিত রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল ২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজন করা হয়েছে।

এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর উদ্যোগে আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্য হলো রমজান ও ঈদের আবহকে একত্রিত করে দর্শনার্থীদের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা তৈরি করা, যেখানে থাকছে ঐতিহ্যবাহী ও আধুনিক ইফতার সামগ্রী, উৎসবের পোশাক, গৃহস্থালি পণ্য এবং জীবনধারাসংক্রান্ত বিভিন্ন দ্রব্যাদি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। আয়োজনের সহযোগী অংশীদার হিসেবে উপস্থিত ছিলেন বিম শো'র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের।

আনুষ্ঠানিক ফিতা কাটার মধ্য দিয়ে উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এর ফলে, দর্শনার্থীরা এখন থেকে রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল ২০২৫-এর নানাবিধ পণ্য ও অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

এই উৎসব ১২ মার্চ থেকে ২৬ মার্চ ২০২৫ পর্যন্ত প্রতিদিন বেলা ১২:০০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এটি পরিবার, খাদ্যপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য এক অনন্য মিলনমেলা হয়ে উঠবে।

বিভি/এসএম/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2