• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস আজ

প্রকাশিত: ১৬:৫০, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস আজ

আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস আজ (১২ ডিসেম্বর)। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৭ সালে ডিসেম্বরের ১২ তারিখ এই দিবস ঘোষণা করে। এই দিনে আন্তর্জাতিকভাবে নিরপেক্ষতার গুরুত্ব তুলে ধরা হয়।

জানা যায়, আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস (International Day of Neutrality) মূলত জাতিসংঘের একটি উদ্যোগ, যা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে শান্তি, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রসারে কাজ করে। এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হল, বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্য দূর করে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে সহায়তা করা।

এটি জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক স্বীকৃত একটি আন্তর্জাতিক দিবস। এই দিনে, বিভিন্ন দেশ ও সংস্থা নিরপেক্ষতা, শান্তি ও নিরাপত্তা রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করে। নিরপেক্ষতা দিবস পালনের মূল উদ্দেশ্য হল, আন্তর্জাতিক সম্পর্ক ও বিরোধ নিষ্পত্তিতে নিরপেক্ষতা, মধ্যস্থতা এবং শান্তিপূর্ণ সমাধানের গুরুত্ব তুলে ধরা। এই দিনে, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই বিষয়ে তাদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2