• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইলেকট্রিক বাইক রিভো এখন রাজধানীর রামপুরায়

প্রকাশিত: ১৭:২৪, ২৭ মে ২০২৫

ফন্ট সাইজ
ইলেকট্রিক বাইক রিভো এখন রাজধানীর রামপুরায়

ইলেকট্রিক টু-হুইলার বাজারে পথ প্রদর্শক রিভো বাংলাদেশ সম্প্রতি উদ্বোধন করলো তাদের নতুন ৩এস শোরুম ইভি রাইড, যার অবস্থান ৩৬২ ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা।

এই নতুন শোরুমের মাধ্যমে রাজধানীর অন্যতম ব্যস্ত এবং সম্ভাবনাময় এলাকায় পরিবেশবান্ধব ইভি সমাধান পৌঁছে দিতে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো রিভো।

রামপুরা এই শোরুমে এখন থেকে পাওয়া যাবে রিভোর সব নতুন মডেলসহ নতুন প্রিমিয়াম ই-বাইক ই৫২, যা সর্বাধুনিক প্রযুক্তিও পারফরম্যান্সের অনন্য সংমিশ্রণ। এই মডেল এক চার্জে ১৩০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এবং এতে রয়েছে পিওর গ্রাফিন ব্যাটারি, ব্রেক রিজেনারেশন সিস্টেম, অ্যান্টি-থেফট সিকিউরিটি, টিএফটি ডিজিটাল ডিসপ্লে, সিবিএস ব্রেকিং সিস্টেম এবং শক্তিশালী সাসপেনশন ও আধুনিক নির্মাণ শৈলী।

উদ্বোধনী অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব ভেন নিই বলেন, “রামপুরা তরুণ প্রজন্ম, পেশাজীবী এবং পরিবেশ সচেতন মানুষের প্রাণকেন্দ্র।এখানকার মানুষদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের সর্বোচ্চ প্রযুক্তিনির্ভর ও কার্যকরী মডেলগুলো। ই৫২ সহ রিভোর প্রতিটি বাইক ভবিষ্যতের স্মার্ট ট্রান্সপোর্ট সল্যুশনের প্রতিচ্ছবি। এই শোরুম আমাদের একটি আরও সবুজ বাংলাদেশের পথে এগিয়ে নেবে।”

ইভি রাইড শোরুমে পাওয়া যাবে বিক্রয়, সার্ভিস ও স্পেয়ার পার্টস-এর পূর্ণাঙ্গ সেবা।সাথে রয়েছে সীমিত সময়ের জন্য রিভোর ঈদ ডাবল ক্যাশব্যাক অফার, যা নির্দিষ্ট মডেলে গ্রাহকদের জন্য দারুণ সাশ্রয়ের সুযোগ এনে দিয়েছে। নতুন মডেল এ১০, এ১২, এ১২এস, সি৩২, সি৩২ ওয়াই ও ই৫২ এর টেস্ট রাইডের সুযোগও উন্মুক্ত থাকছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2