• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শেকড় পাবনার আন্দোলনে পিজেএফের সমর্থন 

প্রকাশিত: ২০:৩৯, ১২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
শেকড় পাবনার আন্দোলনে পিজেএফের সমর্থন 

‘পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু’, ‘ঈশ্বরদী বিমানবন্দর চালু’, ‘পাবনার সড়কসমূহ চার লেনে উন্নীতকরণ’ এবং ‘আরিচা-কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর’—এই চার দফা দাবিকে সামনে রেখে আন্দোলনের ঘোষণা দিয়েছে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’। সংগঠনটির এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ঢাকাস্থ পাবনা জার্নালিস্ট ফোরাম (পিজেএফ)।

শনিবার (১২ জুলাই) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস।

সভায় পাবনার উন্নয়নকে ত্বরান্বিত করতে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’-এর এই চারটি দাবিকে ‘জনগণের যৌক্তিক ও সময়োপযোগী দাবি’ হিসেবে অভিহিত করেন পিজেএফ নেতারা। তারা বলেন, ‘শেকড় পাবনা ফাউন্ডেশনের দাবি মানেই পাবনার মানুষের দাবি। সাংবাদিক সমাজ সবসময় পাবনার কল্যাণে ভূমিকা রেখেছে, আগামীতেও রাখবে। প্রয়োজনে আমরা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হবো।’

পিজেএফ নেতারা আরও বলেন, ‘এই দাবিগুলোর বাস্তবায়ন হলে পাবনার যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও পর্যটনসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। বিশেষ করে ঈশ্বরদী বিমানবন্দর চালু হলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিমানযোগে যাতায়াত সহজ হবে।’

শেকড় পাবনা ফাউন্ডেশনের কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৩ জুলাই পাবনা শহীদ চত্বরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত পাবনাজুড়ে গণসাক্ষর অভিযান পরিচালনা করা হবে। পিজেএফ নেতারা শেকড় পাবনা ফাউন্ডেশনের এ কর্মসূচিকে সফল করতে সকল পাবনাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2