নবউদ্যমে সংগঠিত ৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের নতুন কমিটি

ছবি: নবনির্বাচিত কমিটি
৩০ তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নায়েম ক্যাফেটেরিয়ায় এক সাধারণ সভার আয়োজন করা হয়। বিকাল ৪টায় অনুষ্ঠিত এই সভায় সশরীরে এবং অনলাইনের মাধ্যমে সদস্যরা অংশগ্রহণ করেন।
ফোরামের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি জনাব মো. ইমরান আলী, সহকারী পরিচালক (কলেজ-৪) মাউশি, সেক্রেটারি জনাব মো. মামুন শাহরিয়ার (রিগ্যান), সহকারী পরিচালক (প্রশাসন), ব্যানবেইস এবং কোষাধ্যক্ষ হিসেবে রাজবাড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক জনাব মো. আলিম আল রাজীকে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত এই কমিটি নিজস্ব ফোরাম ও ক্যাডারের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে।
মন্তব্য করুন: