• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

নিলামে আবারও রেকর্ড দামে বিক্রি হলো সেই ঘড়ি! কী আছে এতে?

প্রকাশিত: ২২:০৯, ১০ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নিলামে আবারও রেকর্ড দামে বিক্রি হলো সেই ঘড়ি! কী আছে এতে?

১৯৪৩ সালে তৈরি একটি হাতঘড়ি বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি হিসেবে দ্বিতীয়বারের মতো রেকর্ড গড়েছে। এর আগে ২০১৬ সালে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ঘড়ি হিসেবে রেকর্ড গড়ে এই ঘড়িটি। এবার আরও বেশি দামে ঘড়িটি বিক্রি হয়েছে বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান ফিলিপস।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঘড়িটি বিক্রি হতে সময় লেগেছে মাত্র ৯ মিনিটের একটু বেশি। এতে পাঁচজন ক্রেতা দরপত্রে অংশ নেন। শেষ পর্যন্ত টেলিফোনে যুক্ত এক ক্রেতার কাছে ঘড়িটি বিক্রি হয়। জেনেভার হোটেল প্রেসিডেন্টে অনুষ্ঠিত নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন খ্যাতনামা সংগ্রাহক, ব্যবসায়ী ও ঘড়িনির্মাতা।

দুই দিনের নিলামে মোট ২০৭টি লট বিক্রি হয়, যা ৬৬.৮ মিলিয়ন সুইস ফ্রাঁ অতিক্রম করে। ফিলিপস জানায়, এটি কোনো ঘড়ি নিলামের জন্য সর্বোচ্চ মোট বিক্রির রেকর্ড। ৭২টি দেশে নিবন্ধিত ১ হাজার ৮৮৬ জন ক্রেতা নিলামে অংশ নিয়েছিলেন।

বিশ্বে মাত্র চারটি স্টেইনলেস স্টিলের এই মডেল তৈরি করা হয়েছিল। যা ঘড়িটিকে বেশি দুর্লভ ও কাঙ্ক্ষিত করে তুলেছে। ২০১৬ সালে এই ঘড়িটি নিলামে বিক্রি হয়ে বিশ্বের সবচেয়ে দামী হাতঘড়ির রেকর্ড গড়েছিল। 

তবে ২০১৭ সালে হলিউড তারকা পল নিউম্যানের রোলেক্স ডেটোনা সেই রেকর্ড ভেঙে ১৭.৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়। ২০১৯ সালে সেই রেকর্ড ভেঙে দেয় আরেকটি পাটেক ফিলিপ গ্র্যান্ডমাস্টার চাইম ঘড়ি, যা বিক্রি হয়েছিল ৩১ মিলিয়ন ডলারে।

ফিলিপসের সেই ঘড়িটি ১ কোটি ৪১ লাখ ৯০ হাজার সুইস ফ্রাঙ্ক (১৭.৬ মিলিয়ন ডলার) দামে বিক্রি হয়েছে, যা নয় বছর আগে এর বিক্রয়মূল্য ১১ মিলিয়ন ফ্রাঙ্ক (তৎকালীন ১১ মিলিয়ন ডলার) ছাড়িয়ে গেছে।

ঘড়িটি পাটেক ফিলিপ পারপেচুয়াল ক্যালেন্ডার ক্রোনোগ্রাফ রেফারেন্স ১৫১৮ মডেল। স্টেইনলেস স্টিলে তৈরি মাত্র চারটি ঘড়ির একটি এটি। স্বর্ণের ঘড়ির তুলনায় এমন স্টিলের ঘড়ি বিরল হওয়ায় এটি সংগ্রাহকদের কাছে আরও মূল্যবান।

নিলাম প্রতিষ্ঠান ফিলিপস বলেছে, স্টেইনলেস স্টিলের ১৫১৮ মডেল আবারও প্রমাণ করল, এটি ঐতিহাসিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতঘড়িগুলোর একটি।

১৯৪১ সালে বাজারে আসা এই মডেল ছিল বিশ্বের প্রথম ধারাবাহিকভাবে উৎপাদিত পারপেচুয়াল ক্যালেন্ডার ক্রোনোগ্রাফ। পাটেক ফিলিপ প্রায় ২৮০টি ১৫১৮ মডেলের ঘড়ি উৎপাদন করেছিল। এর মধ্যে বেশিরভাগ হলুদ স্বর্ণে এবং প্রায় এক পঞ্চম অংশ গোল্ডের রঙের (রোজ গোল্ড)।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2