• NEWS PORTAL

  • সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী পদের দৌড়ে এগিয়ে যারা

প্রকাশিত: ২২:৪৭, ১২ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:৪৭, ১২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী পদের দৌড়ে এগিয়ে যারা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হলো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই)। দেশের গ্রামীণ ও শহরাঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে সংস্থাটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বর্তমানে সংস্থাটির প্রধান প্রকৌশলী পদটি শূন্য থাকায়, পদোন্নতির প্রতিযোগিতায় রয়েছেন অধিদফতরের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। অভ্যন্তরীণ সূত্র জানায়, প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন প্রায় অর্ধ ডজন কর্মকর্তা, যাদের মধ্যে রয়েছেন— মো. তবিবুর রহমান তালুকদার, এহতেশামুল রাসেল খান, মো. জামানুর রহমান, মো. শফিকুল হাসান এবং মো. আব্দুল আউয়ালসহ আরও অনেকে ।

অধিদফতরের ভেতরের সূত্র জানায়, এবার প্রধান প্রকৌশলী নির্বাচনে গ্রেডেশন তালিকার পরিবর্তে জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হতে পারে। কারণ, বর্তমানে ডিপিএইচই-তে কোনো অনুমোদিত গ্রেডেশন তালিকা নেই। ফলে দায়িত্ব পালনের অভিজ্ঞতা, প্রকল্প বাস্তবায়নে সাফল্য এবং প্রশাসনিক দক্ষতার ভিত্তিতেই মূলত উপযুক্ত ব্যক্তিকে বাছাই করা হবে বলে ধারণা করা হচ্ছে।

একজন সিনিয়র কর্মকর্তা জানান, “প্রধান প্রকৌশলী পদটি শুধু প্রশাসনিক নয়, এটি পুরো দেশের পানি ও স্যানিটেশন খাতের দিকনির্দেশনার কেন্দ্রবিন্দু। তাই এখানে অভিজ্ঞতা ও নেতৃত্বগুণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, এর আগে সর্বশেষ প্রধান প্রকৌশলী হিসেবে মীর আব্দুস সাহিদ দায়িত্ব পালন করেন। তার মেয়াদ শেষে পদটি শূন্য রয়েছে ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী পদে নিয়োগকে কেন্দ্র করে অভ্যন্তরীণ তৎপরতা, সুপারিশ ও মূল্যায়ন প্রক্রিয়া এরইমধ্যে জোরদার হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, শিগগিরই মন্ত্রণালয় থেকে যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তার নাম ঘোষণা করা হবে, যা ডিপিএইচই’র ভবিষ্যৎ কার্যক্রমে নতুন গতি আনবে।

বিভি/এসএম/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2