সিজেএ সম্মেলন
রোহিঙ্গা সংকট মোকাবেলায় টেকসই সমাধানের তাগিদ
ছবি: সিজেএ আয়োজিত সম্মেলন
রোহিঙ্গা সংকট মোকাবেলা আন্তর্জাতিক সহায়তা কমতে থাকায় টেকসই সমাধানই এখন সবচেয়ে জরুরি হয়ে উঠেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সচিব মো. মোস্তাফিজুর রহমান।
রবিবার (১৬ নভেম্বর) কক্সবাজারে কমনওয়েলথ জার্নালিস্টস এসোসিয়েশন- সিজেএ আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন তিনি। সচিব জানান, রোহিঙ্গা সহায়তায় প্রয়োজনীয় ৯৩৪ মিলিয়ন ডলারের মাত্র ৩৮ শতাংশ তহবিল এসেছে।
ডব্লিউএফপি’র তথ্য তুলে ধরে ত্রাণ সচিব বলেন, ২০২৫ সালে রোহিঙ্গা সহায়তা ২০২৩ সালের তুলনায় প্রায় ৩০ শতাংশ কমে গেছে। ফলে খাদ্য ও মৌলিক সেবায় চাপ বাড়ছে। সম্মেলনে জার্মানির হেইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসির উদ্দিন বলেন, প্রতিবছর ৩৩ থেকে ৫০ হাজার রোহিঙ্গা জনসংখ্যা বাড়ছে। এ হারে রোহিঙ্গা জনসংখ্যা বাড়তে থাকলে দেশের জন্য আরও বড় বোঝা হয়ে দাঁড়াবে।
সম্মেলনে সিজেএ বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সভাপতি ফরিদ হোসেনের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিজেএ সম্মেলনের সমন্বয়কারী এবং এপি’র ব্যুরো চিফ জুলহাস আলম।
সম্মেলনের সভাপতিত্ব করেন সিজেএ সভাপতি পারভিন এফ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজেএ’র মহাসচিব ওসমান গণি মনসুর। এতে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দলীয় চেয়ারপার্সনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতীয় ঐকমত্য তৈরির পাশাপাশি রাজনৈতিক দলের জোরোলা প্রতিশ্রুতি জরুরি বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার(অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান।
বিভি/এমআর




মন্তব্য করুন: