শীতবস্ত্র দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা আহাদ
সিলেট রেলস্টেশন এলাকায় অসহায় ও পথবাসী মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণ করেছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতা আল সাইমুম আহাদ। সোমবার (১৭ নভেম্বর) রাতে আয়োজিত এ মানবিক কার্যক্রমে শতাধিক পথশিশু ও দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
জানা যায়, শীতের তীব্রতা বাড়তে শুরু করায় সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবেই এই আয়োজন করেন ছাত্রদল নেতা আল সাইমুম আহাদ। তিনি প্রত্যেকের হাতে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কামিমতান আহমেদ কাউসার, খালেদ মাহমুদ পরম, পিয়াস মাহমুদ শুভ, তাহসান খান, রিয়াদ হোসেন, আশরাফুল কবির, মাসুম পারভেজ শুভ, সোলাইমান খান, সিহান আহমেদ, রিফাত আহমেদসহ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
মানবিক এ উদ্যোগ সম্পর্কে আল সাইমুম আহাদ বলেন, ছাত্রদল শুধু আন্দোলন-সংগ্রামের সংগঠন নয়, মানবতার সেবাই আমাদের মূল অঙ্গীকার। শীতের রাতে কোনো মানুষ যেন কাপড়ের অভাবে কষ্ট না পায়- এটাই আমাদের ক্ষুদ্র প্রয়াস। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল শক্তি।
তিনি আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে। তরুণ প্রজন্ম যদি মানবতার পথে এগিয়ে আসে, তাহলে সমাজ বদলে যাবে- এই বিশ্বাস থেকেই আমরা নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়াই।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: